• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

সাকিবের নিউজিল্যান্ডে না যাওয়া নিয়ে যা বললেন কোচ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৮:৪২ পিএম
সাকিবের নিউজিল্যান্ডে না যাওয়া নিয়ে যা বললেন কোচ 

চোটের কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও প্রথম টেস্টে ছিলেন না সাকিব আল হাসান। তবে চোট কাটিয়ে মিরপুর টেস্টে দলে ফিরেছেন সাকিব। চলতি টেস্ট শেষ টেস্ট খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে সিরিজে খেলতে চান না সাকিব, এজন্য নাকি বোর্ডকে চিঠি দিয়েছেন তিনি। তবে সাকিব দলে না থাকলেও জয়ের মানসিকতা নিয়েই নিউজিল্যান্ড যাবে বাংলাদশ, এমন কথাই জানিয়েছেন টাইগারদের ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল।  

পাকিস্তানের শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচ বাবুল বলেন, ‘এটা (না খেলা) যার যার ব্যক্তিগত ব্যাপার বা বোর্ডের ব্যাপার। এই বিষয়গুলো দলে কোনো প্রভাব ফেলে না। অন্যরা তাদের ও দলের পারফরম্যান্স নিয়ে চিন্তা করে। কেউ যদি না যায় তাকে নিয়ে চিন্তা করার সুযোগ এখানে নেই। সাকিব বা অন্য যারা ভালো ওরা গেলে দলের শক্তি বাড়ে। তারা না গেলে যারা আছে তাদের নিয়েই জেতার জন্য যাব।’ 

বাবুল আরও বলেন, ‘শুরু থেকেই যদি অন্য মানসিকতা নিয়ে যাই তাহলে তো ভালো কিছু করার প্রশ্ন আসে না। আমি যখন এখানে এসেছি, তখন থেকেই সবাই ছেলেদের মোটিভেটেড করার চেষ্টা করছি। হয়ত লক্ষ্য করবেন, তাদের মাঠের চলাফেরা, শারীরিক ভাষা, মুখভঙ্গি- হাসিখুশি, তারা চেষ্টা করছে তা ফুটে উঠছে। আমার চোখে ধরা পড়েছে তারা ভালো করছে।’

খেলোয়াড়দের জৈব সুরক্ষা বলয়ে থাকা নিয়ে কোচ বলেন, ‘ছেলেরা জৈব সুরক্ষা বলয়ের কারণে কিছুটা মানসিক অবসাদে আছে। এটা কষ্টের ব্যাপার। এটা নিয়ে কাজ করতে হচ্ছে। তাদের হাসিখুশি রাখাও কোচিং স্টাফের বড় দায়িত্ব। এটা পালন করার চেষ্টা করছি।’

Link copied!